হিমান আর রিতি সামনে এগুচ্ছে। পথে হিমানের দেখা ক্রিকের সাথে হল। ক্রিক কবিতা রচনা করছে। তার অবস্থা দেখে হিমানের খারাপ লাগছে। খিমান অনেক সময় নিয়ে তার মেরামত করলো। সবকিছু দেখার পর ক্রিকের আসল সমস্যা বের হল একটা নাটের।
তারা একটা পাহারের সামনে গেল। রিতি এখানে একটু থামলো। হিমান তার দিকে তাকিয়ে বলল, থেমে গেছ কেন? এ পাহাড়ের পেছনে। হিমানের বুঝতে অসুবিধা হল না রিতির সামান্য ভয় পাচ্ছে। হিমান তাকে বলল, “ভয় পেওনা রিতি, তোমার ফ্যামিলি ঠিক আছে।” ক্রিক এসময় বলল, পাহাড়ের উচ্চতা ১৮ মিটার… “বুঝেছি ক্রিক, তুমি এবার চুপ থাক।” হিমান বলল।
পাহাড়ের উপর থেকে গাছের ফাকে ফাকে দস্যুদের দেখা যায়। বোঝা যাচ্ছে তারা জায়গা চেঞ্জ করার জন্য রেডি হচ্ছে। হিমান তার সানগ্লাস দিয়ে লোক গননা করল। হিমান পাহাড় থেকে লাফ দিল। তার ওয়াচ তার কাপড়ের সাথে কানেকট হল। সে ভেসে নিচে নেমে আসে। রিতি তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে তার কেন যেন খুব ভালো লাগছে। হিমান মারাত্মক কৌশল দেখাচ্ছে। সে দস্যুদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে তাদের বেধে ফেলছে। হিমান তাদের শরীরে তেলাপোকার মত চলাফেরা করছে কিন্তু তাকে কেউ কিছু করতে পারছে না। হিমান যা করছে গাছের ফাক দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে । তারা গুলি করার জন্য বন্দুক তাক করলেই পরবর্তী সেকেন্ডে নিজেদের গাছের সাথে বাধা পাচ্ছে। রিতি নিচে ক্রিকের সাথে এসে বাধা পরিবারের বাধ খোলা শুরু করল। হিমান রিতির বিদায় নিয়ে চলে গেল ক্রিকের সাথে। এরপর রিতির সাথে হিমানের অনেকদিন দেখা হয় নি।
হিমানের সাথে এর কিছুদিন পরেই প্রফেসর জেন্টের দেখা হয়। এরপর প্রফেসর জেন্ট তাকে ধরার জন্য পুরো অ্যামেরিকান ফোর্স নিয়ে আসে, কিন্তু সেটা হচ্ছে অন্য কাহিনী, যেখানে রিতি হিমানকে চুমু দিবে।
Comments (0)
See all