তারা দুজন জমজ বোন। সাধারনত জমজ হলে কিছু না কিছু পার্থক্য থাকে, যেমন- লম্বায় ছোট-বড়, শরীরের রঙ ফর্সা কিংবা কালো, কন্ঠ মোটা কিংবা চিকন; কিন্তু তাদের মধ্যে কোন পার্থক্য ছিল না। আমি যখন তাদের একজনকে দেখি, পরবর্তীতে যে আমি দ্বিতীয়জনকে দেখেছি সেটা আমি তখন বুঝতে পারি নি। আর একটা আজব ব্যাপার হল আমি যখন একজনকে কিছু বলেছি, অন্যজন যেন কিভাবে সে কথা জানত। আর সে বিষয় নিয়ে কথা বললেও “হা” “হো” করত। আমি কখনও তাদের দুজনকে আলাদা ভাবি নি, কিংবা জান্তামনা যে ভাবতে হবে। ব্যাপারটাই ছিল এরকম। সেদিন তারা এসেছিল দুজন ভিন্ন মানুষকে চমকাতে, কিন্তু নিজেরাই চমকে গেল, যখন দেখল তারা দুজনেই আমাকে পছন্দ করে। আর আমি দেখলাম আমার ভুল কোথায়, তাদের দুজনের নামও একই ছিল। আর এভাবে দুবোনই আত্মহত্যা করল এটা ভেবে যে এক বোন অন্য বোনের জন্য আমাকে রেখে যাচ্ছে।
Comments (0)
See all