সায়মা সাগরকে বলল, যদি আমাকে ভালবাস তবে সেটা প্রমাণ কর। সাগর জানে না সে কি করবে। ভালবাসা আবার কিভাবে প্রমাণ করা যায়? সে জানে ভালবাসা হল একটা অনুভূতি। দুঃখের মত অনুভূতি, সুখের অনুভূতি। এর প্রকাশ হতে পারে প্রমাণ কিভাবে হয়? সায়মাকে সে জিজ্ঞাস করল, আমি কি করলে তোমার মনে হবে আমি তোমাকে ভালবাসি? সায়মা বলল, তোমার হৃদপিন্ডটা বের করে দাও। সাগর বলল, তাতে তো আমি মারা যাব। “একমাত্র এভাবেই তুমি আমাকে তোমার ভালবাসা প্রমাণ করতে পারবে।” “তোমাকে এমন ভালবাসা দেখিয়ে লাভ কি যদি আমি মারাই যাই।” “মানুষ ভালবাসার জন্য মরে, তুমি কেন পারবে না?” “আমি বাচার জন্য ভালবাসা চাই, ভালবাসা চাইতে গিয়ে মরতে চাই না।” “তাহলে আমার কথা ভুলে যাও, আমাকে ভালবাসতে হলে আমার জন্য মরতে হবে।” “তার মানে কি তুমি কী কাউকে ভালবাস না?” “হ্যা বাসি।” সাগর তখন বলল, তাহলে তুমি তো তাদের কখনও হৃদপিন্ড কেটে দাও নি, তার মানে তো এটাই হয় না তুমি কাউকে ভালবাস না। সায়মা আর কিছু না বলেই চলে গেল। সায়মা জীবনে কখনও সুখি হতে পারে নি।
Comments (0)
See all