দেবতারা শক্তি সংগ্রহ করছিল। এ সময় খবরবাহক এল। প্রধান দেবতা জিজ্ঞাস করল, কি ব্যাপার এমন সময় এলে যে? “সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন।” বৃষ্টির দেবতা বলল, আবার কেন? সমুদ্র দেবতা বলল, আমি তো মনে করি মানুষকে বার বার তৈরি করা হয় দেবতাদের জন্য ঘড়ি হিসেবে। তারা দুনিয়া ধ্বংস করার কাজে যুক্ত হবে আর সৃষ্টিকর্তা তাদের ধ্বংস করবেন আমাদের দিয়ে। আগুনের দেবতা বলল, এতে ঘড়ির কি আছে? আমি মনে করি আমার জীবনের অর্থ তৈরি করার জন্য সৃষ্টিকর্তা মানুষদের তৈরি করেন বার বার। সমুদ্র দেবতা এবার ক্ষেপে গিয়ে বলল, তাহলে তুমি কী বলছ আমাদের জীবনের কোন অর্থ নেই? খাদ্য দেবতা বলল, চুপ থাক তো, আমি মনে করি আমাদের জন্য মানুষ নয় বরং মানুষের জন্য আমাদের তৈরি করা হয়েছে। প্রধান দেবতা এবার মুখ খুললেন, তাহলে মানুষ ধ্বংসের পরেও আমরা কেন বেচে থাকি, তাহলে আমাদেরও তো মানুষের সাথেই ধংস করে দেয়ার কথা। সমুদ্র দেবতা অনেক চিন্তা করে বলল, আসলেও তো আমরা তো কখনও ধ্বংস হই নি, ব্রং মানুষ হয়েছে বার বার। কিন্তু এমনও তো হতে পারে আমাদেরও ধ্বংস করা হয়েছে বার বার, যতক্ষন না আমরা পারফেক্ট হয়েছি। বাকিরা এবার তার দিকে বড় দৃষ্টিতে তাকাল। প্রধান দেবতা বলল, আমাদের সৃষ্টিকর্তাকেই জিজ্ঞাস করা দরকার।
পৃথিবীতে রাসূলের কাছে খবর এল, সব দেবতাদের ধ্বংস করা হয়েছে। নতুন দেবতাদের দেখে রাসূল তার কিতাবে লেখল, জিনদের ধ্বংস করা হয়েছে, কারন তারা সৃষ্টিকর্তার অবাধ্য ছিল।
Comments (0)
See all