অপু প্রতিদিনের মত আজও বন্ধুদের নিয়ে মেয়েদের হোস্টেলের সামনে দাড়াল। স্কুল একটু পরেই ছুটি হবে, অপু ঠিক করে রেখেছে আজই সে মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিবে। “ওই এখানে কি করিস?”- স্কুলের দাড়োয়ান বেশ ভাব নিয়ে আসল জিজ্ঞাস করতে। অপু তার দিকে মন না দিয়ে তার বন্ধুদের নিয়ে ব্যস্ত হল। দাড়োয়ানটা অবশ্য বেশি স্বাস্থ্যবান নয়। তাই মনে হয় তাকে কেউই সিরিয়াসলি নেয় না। “ওই, শুনিস না কি বলি? কানে কি চুইনগাম লাগায়ে রাখছিস নাকি?” অপু বিরক্ত হয়ে বলল, এই চল তো একটু পরে আসব নি, দাড়োয়ান ডিস্টার্ব করতেছে।” তারা একটু দূরে গিয়েই সিগারেট টানা শুরু করল। দাড়োয়ানটা অবশ্য পাত্তা না পেয়ে আবার স্কুলের গেটটার সামনে দাড়াল।
একটু পরে কাবার গেটের সামনে অপু দাড়াতেই দারোয়ান আবার তাদের পেছনে লাগল, কিরে এখানে বার বার দাড়ায়ে থাকিস কেন? আবার সিগারেট টানছিস। এবার অপু মুখ খুলল দারোয়ানের কলারটা ধরে, এটা আমার এলাকা, এখানে আমার সাথে এই ব্যবহার করবি তো খালাশ করে দিব। এটা বলেই অপু যেন তাকে ছুড়ে ফেলে দিল। “এবার যা এখান থেকে…যাস না কেন?”
অপু তার বন্ধু সোহেলকে বলল, আরেকটা সিগারেট দিতে।সে সিগারেটটা মুখে দিয়ে জহিরকে বলল লাইটারটা দিতে। জহির লাইটারটা বাড়িয়ে দিল। অপু ঠিক করছে সে কেমন করে শিরিনকে প্রপোজ করবে। আমি তোমাকে ভালবাসি বলেই কিস করার চিন্তা তার মাথায় আসছে। এসময় একটা রিক্সা এসে সামনে দাড়াল। একটা মেয়ে নামল রিক্সা থেকে তারপর স্কুলের পাশের বাড়িটাতে ঢুকল। অপুর এবার রিক্সা থেকে নামা মেয়েটাকে ভাল লাগল। সে আর তার বন্ধুরা এখন সে মেয়েটার জন্য দাঁড়িয়ে থাকে।
Comments (0)
See all